‘টেকসই উন্নয়ন; প্রযুক্তির প্রসারন’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামায় আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষে এক আলোচনা সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) উদ্যোগে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, সমাজ সেবা কর্মকর্তা শাহী নেওয়াজ, লামা সদর ই্উপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের লামা সমন্বয়কারী শফিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনজিও কারিতাস বাংলাদেশ’র সিঁড়ি প্রকল্পের মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদার, প্রতিবন্ধি কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম ও এনজেড একতা মহিলা সমিতির প্রকল্প সমন্বয়ক অজিত দাশ প্রমুখ। লামা মাতামুহুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফরিদুল আলমের সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু মার্মা। আলোচনা শেষে গ্রাউস’র উপজেলা ম্যানেজার মেহেরুন্নেছা মাল্টিমিডিয়া প্রদর্শন করে প্রতিবন্ধিদের নিয়ে কিভাবে মাঠ পর্যায়ে কাজ করা হয় তার উপর বিস্তারিত ধারনা দেন।
সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, প্রতিবন্ধিরা সমাজের বাইরের নন কেউ । তারা আমাদেরই ছেলে-মেয়ে, ভাই-বোন ও মা-বাবা। তাই সমাজে প্রতিবন্ধিদের বোঝা মনে না করে, বরং সহানুভূতি ও প্রযুক্তির মাধ্যমে তাদেরকে সম্পদে পরিণত করতে হবে।
লামায় প্রতিবন্ধি দিবসে আলোচনা সভা
পার্বত্য উন্নয়ন
1 Min Read
Previous Articleনবজাতক শিশুর পরিচর্যা ও করণীয় সংক্রান্ত সভা
Next Article গণতান্ত্রিক বাজেট আন্দোলনের কর্মশালা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.