পার্বত্য জনপদে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে বান্দরবানের লামায় বেসরকারী সংস্থা ব্র্যাকের দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় নলকূপ স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে লামা পৌরসভার কলিঙ্গাবিল ও লাইনঝিরি এলাকায় নলকূপ স্থাপনের কার্যক্রম উদ্ভোধন করেন, লামা পৌরসভা মেয়র মো. আমির হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্র্যাকের বান্দরবান জেলা স্বাস্থ্য কর্মসূচীর ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, প্রগতি প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. শামছুর রহমান, লামা এলাকা ব্যবস্থাপক মো. শের আলী ও কলিঙ্গাবিল গ্রাম সর্দার মো. কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আমির হোসেন বলেন, সুবিধা বঞ্চিত এলাকার জনগোষ্ঠী ও বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় কাজ করছে। ব্র্যাকের যুগপযোগী কর্মসূচী অবশ্যই প্রশংসনীয়। তাই ব্র্যাকের এই কর্মসূচী অব্যাহত রাখার আহবান জানান তিনি।
ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচীর শাখা ব্যবস্থাপক মেঘনাথ রায় বলেন, ১৯৯৩ সাল থেকে পাহাড়ী জনপদ বান্দরবানের লামায় ব্র্যাক নিরলসভাবে কাজ করছে। চলমান দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় লামা পৌর এলাকায় ২টি ও আজিজনগর ইউনিয়নে ২টি, আলীকদমে ২টি ও বান্দরবান সদরে ২টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এতে ১ হাজার পরিবারের মানুষ পানি সুবিধা পাবেন। তিনি আরও বলেন, বর্তমানে ব্র্যাকের মোট উপকারভোগীর সংখ্যা প্রায় ২৩ হাজার। এর মধ্যে ১২৫ জন উপকারভোগীর মাঝে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় প্রশিক্ষণ ও সম্পদ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচীর মাধ্যমে উপজেলার ২টি ইউনিয়নের ১১টি গ্রামের মানুষ সুবিধা পাচ্ছে। এছাড়া ভবিষ্যতে কর্মসূচী আরো সম্প্রসারিত করা হবে বলে জানান তিনি।
লামায় ব্র্যাকের নলকূপ স্থাপন
পার্বত্য উন্নয়ন
2 Mins Read
Previous Articleখাগড়াছড়িতে ফ্রিল্যান্সার এসোসিয়েশন’র যাত্রা শুরু
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.