বান্দরবানের লামা উপজেলায় স্বাস্থ্য সেবা সম্প্রসারণের লক্ষে সরকারি, বেসরকারি ও কমিউনিটি স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেছে সূর্যের হাসি ক্লিনিক। বৃহস্পতিবার দুপুরে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়াস্থ সূর্যের হাসি ক্লিনিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউইসএআইডি-ডিএফআইডি এনজিও হেল্থ সার্ভিস ডেলিভারি প্রজেক্টের প্রধান ড. হালিদা হানুম আক্তার। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উচহ্লা মার্মা, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. ইমতিয়াজ, বিশেষ অতিথি ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক শেখ নজুরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার অসীম কুমার দত্ত। সূর্যের হাসির ক্লিনিকের ম্যানেজার কাজী মো. ইসমাঈলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের উপজেলা ম্যানেজার মো. জসিম উদ্দিন, বাপ্সা’র একাউন্ট কাম এড্মিন অফিসার মোশরফা খানম, ইউএনডিপি প্রতিনিধি নাজিম উদ্দিন, এনজেড একতা মহিলা সমিতির প্রতিনিধি খালেদা বেগম ও ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক মো. ইউছুফ প্রমুখ। মতবিনিময় সভায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্য সেবা সম্প্রসারণে একমত পোষণ করেন।
লামায় মতবিনিময়
পার্বত্য উন্নয়ন
1 Min Read
Previous Article‘আমি এবং আমার পৃথিবী’
Next Article মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের খাগড়াছড়ি সফর
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.