বান্দরবানের লামায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) কিশোর কিশোরী ক্ষমতায়ন প্রকল্প ও চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম (সিডিএসপি) আগাপে‘র যৌথ উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ’১৪ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ‘আসুন সবাই মিলে শিশু বান্ধব শিক্ষার পরিবেশ গড়ি এবং সার্বজনীন ও মান সম্মত শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় টাউন হল প্রাঙ্গনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশ গ্রহন করে। চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রীষ্টান হেব্রোণ মিশনের (বিটিএবিসি) ভাইস প্রেসিডেন্ট মহেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু মার্মা, সদর ই্উপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, বমুবিলছড়ি ইউপি সদস্য কফিল উদ্দিন, আগাপে’র সহ-সভাপতি মনতাজন ত্রিপুরা বিশেষ অতিথি ছিলেন।
চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার যোনা ত্রিপুরার উপস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠান পরিচালনা করেন, গ্রাউস’র কিশোর কিশোরী ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মেহেরুন্নেছা মেরী। আলোচনা শেষে গ্রাউস ও আগাপে’র শিশু কিশোরদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লামায় শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন
পার্বত্য উন্নয়ন
1 Min Read
Previous Articleনারীদের জন্য ‘সৌন্দর্য্য ও সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.