মো. নুরুল করিম আরমান, লামা ।।
বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন’২৩ মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বান্দরবান জেলা শাখার সভাপতি সাদেক হোসেন চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন। এতে বাংলাদেশ আওয়ামী লীগের বান্দরবান জেলা শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ। প্রধান বক্তা ছিলেন-আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পদাক চিংথোয়াই মার্মা। উপজেলা কমিটির ১৯৭ জন ও পৌর কমিটির ৯৪ জন কাউন্সিলর সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা সম্মেলনে স^তস্ফ’র্তভাবে অংশ গ্রহণ করেন।
সম্মেলনে মাইকেল আইচ কে সভাপতি ও আনোয়ার হোসেন সোহেল কে সাধারণ সম্পাদক করে আংশিক উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য পদেরা হলেন- সহ-সভাপতি মো. আলমগীর, রজব আলী ও মো. সেলিম, যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার কামাল মজনু। অপরদিকে মংচাইন মার্মাকে সভাপতি ও মো. ইব্রাহিম রুবেলকে সাধারণ সম্পাদক করে আংশিক পৌর শহর কমিটি গঠন করা হয়। এ কমিটিতে অন্য পদেরা হলেন- সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন। শেষে আনুষ্ঠানিকভাবে গঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনার পর গঠিত কমিটিরি অনুমোদন দেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বান্দরবান জেলা সভাপতি সাদেক হোসেন চৌধুরী।
সম্মেলনে উপজেলা কমিটিতে সভাপতি পদে প্রার্থী ছিলেন মাইকেল আইচ, মোজাম্মেল হক ও এমডি আলমগীর। এছাড়া মো. আনোয়ার হোসেন সোহেল, আনোয়ার কামাল মঞ্জু ও মো. সেলিম সাধারণ সম্পাদক পদে, মো. রাসেল ও সোহেল রানা সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন। পৌর শহর কমিটিতে সভাপতি পদে প্রার্থী ছিলেন- রজ্জব আলী, মো. জযনাল আবেদীন, মংচাইন মার্মা ও আইয়ুব আলী। কোন প্রতিদ্বন্ধী না থাকায় সাধারণ সম্পাক পদে মো. ইব্রাহিম ও সাংগঠনিক সম্পাদক পদে মো. আলী হোসেন আগেই নির্বাচিত হন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লামা উপজেলা ও পৌর কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. মঞ্জুরুল ইসলাম বলেন, আগমী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বান্দরবান জেলা কমিটির বরাবরে প্রেরণের শর্তে আংশিক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির নেতৃবৃন্দরা আগমী ৩ বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।