লামা প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলার লামা পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি ছিলেন। প্রথম অধিবেশন শেষে মোহাম্মদ রফিককে সভাপতি ও বাসু পালিত কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন মন্ত্রী।
ঘোষিত কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মো. শাহ জাহান, এম বশিরুল আলম, উজ্জ্বল বড়–য়া ও রফিক সরকার, গোলাম আজম যুগ্ন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী ও সহ সাংগঠনিক সম্পাদক মংছিংপ্রু মার্মা। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ষোষিত কমিটির অনুমোদন দেন। সম্মেলনে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি মোস্তফা জামাল ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত বড়–য়া প্রমুখ অতিথি ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সম্মেলনের সঞ্চালনা করেন। এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করে চলেছে। এতে দুর্গম পাহাড়ে বসবাসরত হাজার হাজার মানুষের পরিবারে আমূল পরিবর্তন এসেছে।
সম্মেলনে পৌর আওয়ামী লীগের কমিটি গঠন ও অনুমোদনের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, পার্বত্য জনপদের নেতা বীর বাহাদুর উশৈসিং এমপির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে নব গঠিত আংশিক কমিিিটর অনুমোদন দেয়া হয়েছে। আগামী তিন বছর নব গঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব পালন করবেন।