লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বরণ করে নেয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান মহোদয়ের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জোনের জোন কমান্ডার ও পরিচালনা পর্ষদের সহ-সভাপতি লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পিএসসি, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সাংস্কৃতিক নানা আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে অডিটোরিয়াম প্রাঙ্গণ। প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, কলেজ জীবনের সময়কাল সংক্ষিপ্ত হলেও এই সময়টিতে ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির সাথে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফ্রেমে বন্দী হয়।(বিজ্ঞপ্তি)