শুভ্র মিশু
রাঙামাটি শ্রী শ্রী শংকর মিশনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শুরু করেছে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট রাঙামাটি পার্বত্য জেলা।
শুক্রবার সকালে শংকর মিশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন শংকর মিশন পরিচালনা কমিটির সভাপতি মৃদুল দত্ত। এই সময় শ্রী শ্রী শংকর মিশন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনা কমিটির সভাপতি এবং শংকর মিশনের উপদেষ্টা প্রমোদ বসাক, শংকর মিশন পরিচালনা কমিটির উপদেষ্টা শক্তিজিৎ আইচ, সাধারণ সম্পাদক সুব্রত দে, শংকর মিশন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক রুমি দে সহ মিশন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর আওতায় শংকর মিশন অনাথ আশ্রমের ১১জনসহ ভেদভেদী এলাকার সর্বমোট ৩০জন শিক্ষার্থী নিয়ে এই কার্যক্রমের এর উদ্বোধন করা হয়।
শংকর মিশন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত দে জানান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নধীন ৬ষ্ঠ পর্যায়ে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শংকর মিশনে গ্রহণ করায় আমরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মনে করি এই কার্যক্রমের মাধ্যমে ভেদভেদী এলাকায় সনাতন ধর্মাবলম্বী শিশুরা বাল্যকাল থেকে নৈতিক শিক্ষার অধিকারী হবে।
‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্প। প্রাক-প্রাথমিক এবং বয়স্ক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা প্রকল্পের প্রধান কাজ। এছাড়া নিরক্ষরতা দূরীকরণে, বিদ্যালয়ে গমনোপযোগী ১০০% শিশুকে বিদ্যালয়ে ভর্তিতে এবং ঝড়ে পড়া রোধ করতে প্রকল্পটি কাজ করছে। টেকসই উন্নয়নে অভিষ্ট লক্ষ্য অর্জন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন এবং সরকারের ভিশন বাস্তবায়নে প্রকল্পটি কাজ করছে।