ইয়াছিন রানা সোহেল
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অপসংস্কৃতি চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা হলে তারা মৌলবাদী ও অপসংস্কৃতি থেকেও নিজেদের রক্ষা করতে পারবে। রবিবার দুপুরে শহিদ আবদুল আলী একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, স্কুলের সাবেক প্রধান শিক্ষক সত্য নন্দী, শিক্ষানুরাগী সদস্য মো. শাওয়াল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী আরো বলেন, এই স্কুলের সাথে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিজড়িত। শহিদ এম আবদুল আলী মুক্তিযুদ্ধের জন্য জীবন উৎসর্গ করেছেন। স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ¦ আবদুল বারী মাতব্বরও মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখিয়ে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহিদের নামে স্কুলের নামকরণ করেছেন। এই স্কুলের জন্য কিছু করতে পারলে মুক্তিযুদ্ধের প্রতিও সম্মান দেখানো হবে। তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষার্থীদের মাঝে আলোচনা করার জন্য শিক্ষকদের অনুরোধ জানান। এতে করে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। মুক্তিযুদ্ধের চর্চা বাড়াতে হবে। এতে করে প্রজন্ম দেশ প্রেমিক হিসেবে গড়ে উঠবে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুসলিম উদ্দিনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুল বারী মাতব্বর ফাউন্ডেশনের পরিচালক শামীমা আকতার, স্কুলের সাবেক প্রধান শিক্ষক কাজল কান্তি সাহা, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য মমতাজুল হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কাউন্সিলর করিম আকবর সহ স্কুল পরিচালনা কমিটির সদস্যগণ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। জেলা পর্যায়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় দলের সকল খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।