নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে শহিদ আবদুল আলী ও আলহাজ্ব আবদুল বারী মাতব্বর স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহিদ আবদুল আলী একাডেমি স্কুলে এই স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষা হল পরিদর্শন করেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি সদর উপজেলা বিদ্যালয় পরিদর্শক রতন চাকমা, স্কুলের সাবেক প্রধান শিক্ষক সত্য নন্দী, জেলা বিএনপির সহ সভাপতি নিজাম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. জসিম উদ্দিন, শহিদ আবদুল আলীর জীবনীগ্রন্থের লেখক ইয়াছিন রানা সোহেল।
শহিদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা শহিদ এম আবদুল আলী ও স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল বারী মাতব্বরের স্মৃতিতে প্রতিবছর এই মেধাবৃত্তি পরীক্ষা নেয়া হয়। মেধা যাছাই করে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়। তিনি বলেন, শহিদ এম আবদুল আলী পরিবার ও আলহাজ্ব আবদুল বারী মাতব্বরের পরিবারের দেয়া আর্থিক অনুদান থেকে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। এ বছর দেড় শতাধিক শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানান প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহিদ এম আবদুল আলী ২০১৬সালে মরণোত্তর স্বাধীনতা পদক প্রাপ্ত হন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তাঁর নামানুসারে স্কুলের নামকরণ করা হয়।