নিজস্ব প্রতিবেদক
সারাদেশের মত রাঙামাটিতে শহিদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাঙামাটি শহরে তিনটি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হয়। রাঙামাটি সদর ছাড়াও বাঘাইছড়ি, কাপ্তাই, কাউখালী ও লংগদু উপজেলায় অভিন্ন প্রশ্নপত্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে শহরের রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, শিশু নিকেতন ও তৈয়বিয়া আইডিয়াল কেন্দ্র পরিদর্শন করেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসের চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ, শহিদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী নেতা আলহাজ্ব সাব্বির আহমদ ওসমানী, জেলা যুবসেনার সভাপতি মো. আলী খাঁন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব জসিম উদ্দিন নুরী।
শহিদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার পরিচালক মো. ইমরান জানান, এ বছর রাঙামাটি জেলায় সহ¯্রাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। আগামী বছর ১ ফেব্রæয়ারি সারাদেশে একযোগে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান পরিচালক মো. ইমরান।