নিজস্ব প্রতিবেদক
শহীদ আবদুল আলী একাডেমিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের অধিভুক্ত প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান ও বিদ্যালয়ের শিক্ষক প্রফুল্ল কুমার রুদ্রের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা বিভাগের আহবায়ক ও শহীদ আবদুল আলী একাডেমি পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বর। স্কুলের প্রধান শিক্ষক হাজী নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুসলিম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কাজল কুমার সাহা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ শাওয়াল উদ্দিন, সাংবাদিক ইয়াছিন রানা সোহেল, স্কুলের প্রাক্তন ছাত্র নুর মোহাম্মদ কাজল, খোকন কুমার দে প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ মুছা মাতব্বর, শিক্ষকদের সম্মান করতে হবে। শিক্ষককরাই শিক্ষকরাই আমাদের উন্নত করেন, সম্মানিত করেন। শিক্ষার্থীদের নানান পেশায় প্রতিষ্ঠিত করার ভিত্তি তৈরি করে দেন শিক্ষকরা। সর্বাবস্থায় শিক্ষকদের সম্মান দিতে হবে। শিক্ষকরা শাসন করেন শিক্ষার্থীদের মঙ্গলের জন্য। তাই তাদের প্রতি অবহেলা ও অবজ্ঞা করা যাবেনা। তিনি প্রফুল্ল কুমার রুদ্র’র অবসরনিত বিদায় নিলেও তাঁকে বিদ্যালয়ে থাকার অনুরোধ জানান। যতদিন প্রফুল্ল কুমার রুদ্র চায়বেন ততদিন তিনি স্কুলে পাঠদান করবেন বলেও তিনি ঘোষণা দেন।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা বিভাগের অধিভুক্ত প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে অনুদান তুলে দেয়া হয়। এছাড়াও স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক প্রফুল্ল কুমার রুদ্রকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। স্কুলের প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে উপহার তুলে দেন।
শহীদ আবদুল আলী একাডেমিতে শিক্ষার্থীদের প্রণোদনা ও শিক্ষকের বিদায় সংবর্ধনা
রাঙামাটি
2 Mins Read
Previous Article‘দেশের স্বার্থে রাষ্ট্রীয় কর্মকান্ডে আনসার বাহিনীর অবদান রয়েছে’
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.