বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) রাঙামাটি জেলা শাখার সভাপতি সমীর কান্তি দে ও সাধারণ সম্পাদক অনুপম বড়–য়া শংকর এক বিবৃতিতে বলেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও পুষ্পমাল্য নিয়ে শহীদ বেদিতে অর্পণ করার জন্য প্রবেশ করতে গিয়ে দেখা যায়, শহীদ মিনারে প্রবেশপথ তালাবদ্ধ। প্রশাসনের এই ধরনের একতরফা চাপিয়ে দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচি, খেলাঘরসহ মহান মুক্তিযুদ্ধের পক্ষের সমমনা সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা সমীর কান্তি দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অনুপম বড়–য়া শংকর, এম জিসান বখতিয়ার, মিল্টন বিশ্বাস, সৈকত রঞ্জন চৌধুরী, প্রান্ত রনি প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা শেষে তালাবদ্ধ গেটের সামনে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে প্রতিবাদ সভা থেকে অবিলম্বে এই একতরফা সিদ্ধান্তের ব্যাপারে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে শহরের মধ্যস্থলে এক দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ নির্মাণ করে জনগণকে সকল শহীদদের শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেয়ার আহŸান জানানো হয়।(বিজ্ঞপ্তি)