রাঙামাটি জেলার তবলছড়ি মাস্টার কলোনী নিবাসী রাঙামাটি পার্বত্য জেলার উপজাতি নৃত্যের পথিকৃৎ মরহুম দেলোয়ার হোসেনের মেঝ পুত্র,বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুরের ছোট ভাই নেপালের সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক ডেপুটি পরিচালক এমদাদুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে দুপুর ২ ঘটিকায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে……রাজেউন)।
তার নামাজের জানাজা রাত দশ ঘটিকায় নাসিরাবাদ চট্টগ্রাম হাউসিং সোসাইটির ৫ নম্বর রোডে কবরস্থানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।
এমদাদুল হক রাঙামাটি জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাত মোঃসায়েম এর মামা।