পার্বত্য চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি প্রক্রিয়ার অন্যতম নেতা শহীদ আব্দুর রশীদের ৩৩ তম মৃত্যুবার্ষিকী রবিবার পালিত হয়েছে।
শহীদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার রাঙামাটি এলাকায় শান্তি প্রক্রিয়ার নিহত শহীদদের স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ যুব ইউনিয়ন রাঙামাটি জেলা শাখার নেতাকর্মীরা।
পরে শহীদ আব্দুর রশীদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি সমীর কান্তি দে, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া, জেলা যুব ইউনিয়রের সাবেক সভাপতি আশীষ দাশ গুপ্ত, সাবেক যুবনেতা ও সিপিবির জেলা কমিটির সহসাধারন সম্পাদক এম জিসান বখতিয়ার, ছাত্র ইউনিয়ন শহর কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক নন্দন দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ। এ সময় ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৯ সালের ৪ জুন সন্ধ্যায় নিজ অফিসে কর্মরত অবস্থায় এক অজ্ঞাত বন্দুকধারির গুলিতে নিহত হন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ। ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সথে যুক্ত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ যুব ইউনিয়ন সহ অন্যান্য সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথেও যুক্ত ছিলেন তিনি।
শহীদ সাংবাদিক আব্দুর রশীদের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
রাঙামাটি
1 Min Read
Previous Articleলংগদুতে অবৈধ করাতকলে উজাড় প্রাকৃতিক বন
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.