জিয়াউল জিয়া
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে রাঙামাটি জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
সোমবার সকালে পৌরসভা চত্বর থেকে শান্তি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষিণ শেষে শহরের বনরূপায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
রাঙামাটির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, ঢাকায় অবস্থান কর্মসূচীর নামে বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করেছে তাতেই বোঝা যায় দলটি জ¦ালাও পোড়াওয়ের মাধ্যমে দেশের শান্তি বিনষ্ট করতে চায়। তারা পুলিশের উপর হামলা চালিয়েছে। এখন যারা বিদেশে বসে মানবাধিকারের কথা বলেন, তাদের দেশে পুলিশ বাহিনীর উপর এমন হামলা হলে তারা কি করতেন। আমাদের দেশে পুলিশ বাহিনী ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। বিএনপি নির্বাচনকে বাধা দিতে নানা ষড়যন্ত্র করেছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
শান্তির সপক্ষে মিছিল-সমাবেশ রাঙামাটি শহরে, যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ- ছাত্রলীগের
Previous Articleসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাপ্তাইয়ে যুবলীগের বিক্ষোভ
Next Article ১৫শ ৫৮ লিটার চোলাই মদসহ আটক ২,কাপ্তাইয়ে
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.