জিয়াউল জিয়া
রাঙামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি রিজিয়ন ও সেনা জোনের উদ্যোগে শান্তি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের কল্যানপুর এলকায় বেলুন উড়িয়ে শান্তি চুক্তির বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিটি শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে সদর জোন মাঠে গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লেঃ কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, জিটুআই মেজর মোঃ আসফিকুর রহমান অতিরিক্ত পুলিশ মো, মারুফ আহম্মেদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।
জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, আজ শান্তি চুক্তি সম্পাদক হয়েছে বিধায় তিন পার্বত্য জেলায় পাহাড়ি-বাঙালি সকলে মিলে আমরা সম্প্রতির মধ্যে বসবাস করছি। চুক্তির পরে তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানকার মানুষ নানা সুবিধা পাচ্ছে। যাতে তাদের জীবন মান উন্নয়ন হয়েছে।