শুভ্র মিশু
সনাতন সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর নির্বিঘœভাবে আয়োজনে পূজা উদযাপন পরিষদ ও মন্ডপ কমিটিগুলোর সাথে মতবিনিময় করেছে রাঙামাটি জেলা পুলিশ। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি আহবায়ক কমিটির সদস্য পরেশ মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা সভাপতি দীপক ভট্টাচার্য, সদর উপজেলার সদস্য সচিব সুব্রত দে, বরকল উপজেলা সদস্য সচিব দোলন দাশ, কাউখালি উপজেলা সাধারণ সম্পাদক বাসু পালিত, নানিয়াচর জগন্নাথ মন্দিরের সভাপতি অশোক তালুকদার প্রমুখ।
এতে পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সুন্দর ও নির্বিঘœভাবে সনাতনী সম্প্রদায় পালন করতে পারে সে ব্যাপারে আমরা নিরাপত্তা প্ল্যান তৈরি করছি। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতিটি মন্ডপকে নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক রাখতে হবে এবং সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে। কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে জন্য অফলাইনের পাশাপাশি অনলাইনেও নিরাপত্তা নিশ্চিতে পুলিশের একটি টিম কাজ করবে। প্রতিবছরের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির এই জেলায় কোনও সমস্যা ছাড়াই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আমি বিশ^াস করি।