জিয়াউল জিয়া
‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে শহরের হ্যাপির মোড় থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, রাঙামাপি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আছমা, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবারে বাবা-মায়ের পর আমরা যা কিছু শিখি তার সবচেয়ে অংশই শিখি শিক্ষকদের কাছ থেকে। পড়াশোনা তো বটেই, কীভাবে একজন মানুষ হওয়া যায় তার মন্ত্রণা পাই এই শিক্ষকদের থেকেই। শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন। নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে শিক্ষাদান করেন।