শংকর হোড়
বিসিএসে শিক্ষা ক্যাডারদের বৈষম্য দূরীকরণসহ যথাযথ সময়ে পদোন্নতির দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাঙামাটি জেলা ইউনিট। মঙ্গলবার সকালে রাঙামাটি সরকারি কলেজ সম্মেলন কক্ষে বিসিএস রাঙামাটি জেলা ইউনিটের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
‘কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই’ এই দাবিতে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এই সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংবাদ সম্মেলনে রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাঙামাটি জেলা ইউনিটের সভাপতি অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহিদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক শান্তনু চাকমা। সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল কবিরের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এসএম আবুল হাসেম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা ক্যাডারের ১৬ হাজার কর্মকর্তা বর্তমান সরকার সরকারের ভিশন-২০৪১ তথা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে একযোগে কাজ করে যাচ্ছে। কিন্তু প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কোন কারণ ছাড়াই পদোন্নতি বন্ধ আছে দুই বছর। এই মুহূর্তে শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য কর্মকর্তার সংখ্যা সাত হাজারের বেশি। এর মধ্যে অধ্যাপদ পদে পদোন্নতি যোগ্য ১২০০জন। সহযোগী অধ্যাপক পদোন্নতি তিন হাজার জন, সহকারি অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য কর্মকর্তা আছেন প্রায় তিন হাজার জন। এই কর্মকর্তাদের পদোন্নতির জন্য সরকারের কোনও অতিরিক্ত অর্থ প্রয়োজন নেই। সবাই পদোন্নতিযোগ্য পদের বেতন স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছেন। ক্যাডার সার্ভিসে শূন্য পদ না থাকলে পদোন্নতি দেয়া যাবে না এমন বিধান না থাকলেও শিক্ষা ক্যাডারকে শূন্য পদের অজুহাতে পদোন্নতি বঞ্চিত রাখা হয়।
এদিকে সংবাদ সম্মেলন জানানো হয়, রাঙামাটি সরকারি কলেজে শিক্ষক পদ রয়েছে ৬২টি। কিন্তু বর্তমানে শিক্ষক রয়েছে ৪০জন, যেখানে এখনো ২২টি পদ শূন্য রয়েছে। কলেজে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ১১,৩৩৫ জন। এদিকে ৪০ জন শিক্ষকের মধ্যে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হওয়ার অপেক্ষায় রয়েছেন ছয়জন, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ৮জন এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে সাতজন। মোট ২১ জন শিক্ষকের পদোন্নতি আটকে আছে।
অন্যদিকে রাঙামাটি সরকারি মহিলা কলেজে শিক্ষক পদ সৃষ্টি করা আছে ১৬টি। যারমধ্যে বর্তমানে কর্মরত আছেন নয়জন। এরমধ্যে একজন সাময়িক বরখাস্ত থাকায় শিক্ষক রয়েছে আটজন। এই কলেজে শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৫শ। কলেজে পদোন্নতি যোগ্য শিক্ষক রয়েছেন ২জন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, শিক্ষা ক্যাডারদের সাথে বৈষম্যের প্রতিবাদে আগামী ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। এছাড়া শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০,১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে। সংবাদ সম্মেলনে রাঙামাটি সরকারি কলেজ ও মহিলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।