রাঙামাটির লংগদু উপজেলার নদী বেষ্টিত পশ্চিম জারুলবাগান গ্রামের ব্রাক স্কুলের শিশু শিক্ষার্থীরা পেল ‘ব্রাক শিক্ষাতরী’। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের উদ্যোগে নির্মিত ‘ব্রাক শিক্ষাতরী’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মো: মোস্তফা কামাল।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় লংগদু সদর ঘাটে এই শিক্ষাতরী শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে তিনি বলেন, এখন থেকে পানিবন্দি গ্রামের ব্রাক স্কুলের শিক্ষার্থীরা আনন্দের সাথে পড়ালেখা করতে পারবে। এসব শিশু শিক্ষার্থীদের ব্রাকের এই ধরণের উদ্যোগ খুবই প্রশংসনীয়।
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন রাঙামাটি জেলার উপপরিচালক মোঃ শফিকুর রহমান ভূইয়া, লংগদু উপজেলা চোয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদ-উর-রহমান, লংগদুস্থ বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুক মিয়া, লংগদু থানার ওসি আবুল কালাম চৌধুরী, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান ও বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,জনপ্রতিনিতিগণ উপস্থিত ছিলেন
এরপর জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল লংগদু থানা পরিদর্শন করেন। এসময় লংগদু থানার এস আই অঞ্জন কুমার দেবের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এছাড়া তিনি উপজেলা প্রশাসন, রাবেতা মডের হাইস্কুল, মাইনীমুখ ইসলামী আলীম মাদ্রাসা, মাইনীমুখ ইউনিয়ন পরিষদ ও মাইনীমুখ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন।