জিয়াউল জিয়া
মানবতার সেবায় বাংলাদেশ পুলিশ এই স্লোগানে ৫শতাধিক দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রাঙামাটিতে।
শনিবার সকালে কোতয়ালী থানায় প্রাঙ্গণে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সদ্য পদোননতি প্রাপ্ত পুলিশ সুপার মো. মারুফ আহম্মদ, অতিরিক্তি পুলিশ সুপার মো. শাহ নেওয়াজ, মো. ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।
এসময় পুলিশ সুপার জানান, গত কয়েকদিন ধরে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও শীতের তীব্রতা বেড়েছে। তাই নিন্ম ও খেটে খাওয়া দুস্থ মানুষজন শীতে কষ্ট পাচ্ছেন। তাই এসব মানুষের পাশে থাকার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলো।
তিনি আরও বলেন, সমাজে যাদের সামর্থ আছে, তারাও যদি এসব মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোন মানুষ শীতে কষ্ট পাবে না। আশা করি আমাদের এই উদ্যোগ দেখে অনেকেই এগিয়ে আসবে।