মো. ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের আওতায়ধীন দুর্গম সনখোলা বিওপি ও লোগাং বিজিবি ক্যাম্প এলাকায় দরিদ্র শীতার্তদের মাঝে সেবা সামগ্রী হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় দুটি এলাকার জনগোষ্ঠীর মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়। এবং শিশুদের খেলার প্রতি আগ্রহ করতে ১টি ফুটবল প্রদান করা হয়।
শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া সেবার অংশ হিসেবে সনখোলা ও লোগাং এলাকায় পৃথক মতবিনিময় সভা করে এসব সামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।
সেবা সামগ্রী বিতরণ শেষে এলাকার শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও ৩ বিজিবি’র এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন তিনি।
এদিকে কম্বল পেয়ে খুশি সনখোলা’র বয়োবৃদ্ধ সাধন কুমার চাকমা। তিনি জানান, ৩ বিজিবি আমারে এইচ্যে কম্বল দিলাক। আ তাঁরা হয়দিন বাদে বাদে আমার এলাকাত মাঙনা চিকিৎসা আর দারু দেয় দি। মুই খুশি। (৩ বিজিবি আমাকে আজ কম্বল দিয়েছে। তাঁরা কিছুদিন পরপর আমাদের এলাকায় বিনামূল্যে চিকিৎসা আর ঔষধ দেয়। আমি খুশি।)