মং চিং চৌধুরী
বসুন্ধরা শুভসংঘ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্হানে বসবাসরত সাধারন জনগণদের মাঝে লিফলেট বিতরনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাহাড় ধ্বস ও প্রাকৃতিক সৃষ্ট দূর্যোগ কিভাবে রোধ করা যায় সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করা হয়।
রাঙামাটি সদরের আনসার ক্যাম্প এলাকায় বসবাসরত প্রত্যেক পরিবারের মাঝে এই লিফলেট বিতরন করা হয়। ২০১৭ সালের জুন মাসের সেই ভয়াবহ পাহাড় ঢসের পর থেকে এই এলাকাকেও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তারই প্রেক্ষিতে এই কয়েকদিন ধরে পাহাড়ে টানা বৃষ্টির কারনে শুভসংঘের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়।
প্রচারণা চালানোর সময় এলাকাবাসী জানান যে, দিন দিন গ্রামের মানুষ শহরমুখী হচ্ছে। কিন্তু বিশাল এক কাপ্তাই লেকের মাঝে দ্বীপের মতো দাঁড়িয়ে থাকা ছোট্ট এই শহরে বাসযোগ্য জায়গার সংকটের কারনে তারা বাধ্য হয়ে পাহাড়ের ধারে বসবাস করতে বাধ্য হচ্ছেন। এর মূল কারন হিসেবে তারা জনসংখ্যা বৃদ্ধিকে দায়ী করেছেন। তাছাড়া এই প্রাকৃতিক সৃষ্ট পাহাড় ধসের কারণ হিসেবে তারা অধিক পরিমানে পাহাড়ের গাছ কেটে ফেলাকে দুষছেন।
এসময় রাঙামাটি জেলা শুভসংঘের সভাপতি মংচিউ মারমা এলাকার সকলকে গাছকাটা ও অবৈধভাবে পাহাড় কাটা দন্ডনীয় অপরাধ বলে সকলকে সতর্ক করেন। পাহাড় ধ্বস হওয়ার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষনিক নিরাপদ আশ্রয়ে অবস্থান করার জন্য সকলকে অনুরোধ করেন। প্রয়োজনে প্রশাসনের তালিকাভুক্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য বলেন। এবং কোনো এলাকায় পাহাড় ধ্বস দেখা দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসসহ অন্যান্য উদ্ধারকারী টিমকে জানানোর জন্য পরামর্শ দেন।
লিফলেট বিতরনের সময় জেলা শুভসংঘের সাধারন সম্পাদক প্রিয়ম আইচ,সদস্য পাইমংচিং মারমা,মিথুইচিং মারমা,অন্তর মারমা,দর্পন চাকমা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।