সাইফুল হাসান
দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হচ্ছে বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের অডিশন। মঙ্গলবার অডিশন বিষয়ক বিজ্ঞপ্তি প্রচার করা হয় বেতার রাঙামাটি কেন্দ্রের ফেরিফাই ফেসবুক পেইজে।
এতে জানানো হয়, ‘আগামী ২৮শে এপ্রিল থেকে শুরু হচ্ছে সকল শ্রেণির শিল্পী, সুরকার, গীতিকার তালিকাভুক্তি তথা অডিশন এবং গ্রেডেশন কার্যক্রম। তাই রাঙামাটি বেতার অঞ্চলের (বর্তমান ঠিকানা রাঙামাটি জেলা) বড় শিল্পীগণের পাশাপাশি শিশু-তরুণ শিল্পী, বিভিন্ন নৃ-গোষ্ঠি যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা প্রভৃতি ভাষার শিল্পীসহ বাংলা গানের সকল বিভাগের সঙ্গীত, ছড়া ও আবৃত্তি শিল্পী, ঘোষক-ঘোষিকা, নাট্য বা অভিনয় শিল্পীগণকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন নৃগোষ্ঠির ভাষা যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চগ্যা, খিয়াং, পাংখোয়া ইত্যাদি সহ বাংলা ভাষার গানের গীতিকার জন্য নির্দিষ্ট ধরণের ২৫টি গানের তালিকাসহ এবং শ্রেণী উন্নয়নের জন্য প্রমাণপত্রসহ আবেদন আহবান করা যাচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘সকল শিল্পীর তালিকাভুক্তি জন্য আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে পাঠিয়ে দিন- আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, রাঙামাটি ঠিকানায়। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ শে মার্চ ২০২৪। পরবর্তীতে বেতার পেজে অডিশন-গ্রেডেশনের তারিখ ও সময় প্রকাশ করা হবে বলেও জানানো হয়। এছাড়া যারা গত তিন বছরে আবেদন করেছেন, তাদের আর আবেদন করার প্রয়োজন নাই এবং শিশুদের (১ম-দশম শ্রেণি) জন্য দশটি গানের/কবিতার তালিকা হলেই চলবে বলে জানানো হয়।
অডিশন বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বেতার রাঙামাটির আঞ্চলিক পরিচালক মো. সেলিম বলেন, আমাদের কাছে আগের প্রায় এক হাজারের মত আবেদন জমা রয়েছে। আরও যদি কেউ বাদ পরে থাকে আমরা তাদেরও আবেদন আশা করছি। আশা করি কোন সমস্যা না হলে আগামী ২৮ এপ্রিল থেকে অডিশন নেয়া হবে।