ক্রীড়া প্রতিবেদক
বৃহস্পতিবার রাঙামাটি মারী স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, রাঙামাটি সদর উপজেলা কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আন্ত: স্কুল হ্যান্ডবল ও দাবা টুর্ণামেন্ট- ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মুহসীন রোমান,অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান দূর্গেশ্বর চাকমা ও নাসরিন ইসলাম,ওয়াশিংটন চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা।
হ্যান্ডবলে বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দাবায় বালক-বালিকা বিভাগে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের একচেটিয়া আধিপত্য বজায় রেখে প্রাথমিক ও মাধ্যমিক সব বিভাগে বালক-বালিকার প্রতিযোগিতায় লেকার্সের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়।
প্রাথমিকে বালিকায় চ্যাম্পিয়ন হয় ত্রিবিদ্যা দেওয়ান ও রানার্সআপ হয় টাপুর দেব দুইজনই লেকার্সের শিক্ষার্থী। প্রাথমিকে বালকে চ্যাম্পিয়ন হয় লেকার্সের দীর্ঘায়ু চাকমা ও রানার্সআপ হয় লেকার্সের মহিয়ান দেওয়ান।তৃতীয় হয় বিয়াম ল্যাবরেটরী স্কুলের আবদুর নূর আহনাফ।
মাধ্যমিকে বালিকায় চ্যাম্পিয়ন হয় লেকার্সের পূর্ণতা চাকমা ও রানার্সআপ হয় লেকার্সের দিবাশ্রী চাকমা।তৃতীয হয় শহীদ আব্দুল আলী একাডেমি স্কুলের সায়মা আক্তার। মাধ্যমিক বালকে চ্যাম্পিয়ন হয় লেকার্সের রাজদীপ দেওয়ান ও রানার্সআপ হয় লেকার্সের কৈলাশ চাকমা।
তৃতীয় হয় আলফেসানী একাডেমি স্কুলের আদিত্য বড়ুয়া।