নিজস্ব প্রতিবেদক, মানিকছড়ি ॥
‘শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়’ এই প্রতিপাদ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা মানিকছড়ি উপজেলার আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে (২য় পর্যায়) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনার সরকারই দেশে নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তথ্য আপা প্রকল্পসহ নানা প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। পাহাড়ি জনপদের প্রত্যন্ত জনপদে পৌঁছে গেছে সরকারের উন্নয়ন ও নানামুখী সেবা কার্যক্রম। দেশের মানুষ বর্তমানে শান্তিতে আছে। শেখ হাসিনার সরকার থাকলে দেশের মানুষ শান্তিতে থাকবে। তাই শেখ হাসিনার সরকার বার বার দরকার।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখে খাগড়াছড়ির পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, মো. মাঈন উদ্দিন, জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ির চেয়ারম্যান নিগার সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম চৌধুরী। এসময় উপজেলা তথ্যকেন্দ্রের তথ্যসেবা সহকারী, জনপ্রতিনিধি ও নানা বয়সী শতাধিক নারী উপস্থিত ছিলেন।