নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা।
রাঙামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক মো: সাইফুল আলম সাইদুল, জেলা আওয়ামীলীগ সদস্য ওয়াশিংটন চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি দীপক চাকমা, জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি মনসুর আহম্মেদ মান্না, জেলা যুব মহিলালীগ সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।
আলোচনা সভার পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।