নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা
জেলার দীঘিনালায় সরকারের বিভিন্ন দপ্তর হতে সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধাপ্রাপ্ত উপকারভোগীদের নিয়ে বিশাল সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার উপজেলা দলীয় কার্যালয়ের সামনের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়াম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে তিনি বলেন, সারা দেশের ন্যায়, খাগড়াছড়িতেও শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে সরকার ধারাবাহিক প্রনোদনা প্রদান অব্যহত রেখেছে। এরই আওতায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় প্রায় ৬ হাজার পবিরারের মাঝে এ সুবিধা প্রদান করা হয়েছে। সরকারের এ সুবিধা প্রদান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে কোন মানুষ গৃহহীন থাকবে না। গৃহহীন ও ভূমিহীনদের ঘর দেয়া হয়েছে। এছাড়া দেশ স্বাধীন করেছেন যে বীর মুক্তিযোদ্ধারা, তাদের কোন সরকার মূল্যায়ন করেনি। একমাত্র শেখ হাসিনা সরকার তাদের মূল্যায়ন করে বীর নিবাস নির্মাণ করে দিচ্ছেন।
দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে এগিয়ে নেয়ার জন্য তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চান।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, বোয়ালখালি ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি, কথাখালি ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা।