মিশু দে
দীর্ঘ প্রতিক্ষার পর ২৮শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার দ্বি-বার্ষিক সন্মেলন স্থগিত করা হয়েছে।
২৭ এপ্রিল রাতে এক সভায় এই সম্মেলন স্থগিত করে করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রণতোষ মল্লিক।
তিনি বলেন, আমরা নানা ভাবে শুনেছি আদালতের একটি স্থগিতাদেশ আছে সম্মেলন স্থগিতের বিষয়ে। তবে এই বিষয়ে আমরা কোন কাগজ হাতে পাইনি। সেখানে কি আছে সে বিষয়ে আমরা অবগত নই।
গত এক দশক আগে বাংলাদেশ পূজা পরিষদ রাঙামাটি জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হলে তখন অমর কুমার দে সভাপতি ও পঞ্চানন ভট্টাচার্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গঠন করেন ৭১সদস্য বিশিষ্ট কমিটি। তারা তাদের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও সম্মেলন না দিলে, ২০১৭সালে নতুন নেতৃত্ব নিয়ে গঠন করা হয় রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদ। পরবর্তীতে উভয় কমিটি নিয়ে গঠন করা হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি সমন্বয় কমিটি। তারা মাস দুইয়েক আগে ১৩সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে। সম্মেলন প্রস্তুতি কমিটি ২৮ এপ্রিল আয়োজন করে বহুল প্রত্যাশিত সম্মেলনের।
এতে প্রধান অতিথি করা হয় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি কে। উদ্বোধক করা হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. প্রিয় রঞ্জন দত্তকে। বিশেষ অতিথি করা হয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বকে।
সম্মেলনে যোগ দিতে রাঙামাটি ২৭এপ্রিল রাতে পৌঁছান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রফেসর ড. চন্দ্রনাথ পোদ্দারকে সম্মেলন স্থগিতের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি রাঙামাটি এসে পৌঁছালাম বিষয়টি এখনো পুরোপুরি জানি না। জানার পর জানাতে পারবো।