নিজস্ব প্রতিবেদক
শেখ কামাল বিসিবি অনুর্ধ্ব ১৮ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের কুমিল্লা স্টেডিয়ামের ‘সি’ গ্রুপের শেষ খেলায় রোববার রাঙামাটি জেলা দল ১৫০ রানের বড় ব্যবধানে নোয়াখালী জেলা দলের কাছে পরাজিত হয়।
রাঙামাটি জেলা টানা তৃতীয়বার টস জিতে নোয়াখালী জেলা দলকে ব্যাটিংয়ে পাঠায়। নোয়াখালী জেলা দল ৪৯.৫ ওভারে ১৯৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। রাঙামাটির মোদাচ্ছের রসুল ও রাফি ২টি করে উইকেট নেন। নোয়াখালীর দলীয় সর্বোচ্চ ৫২ রান আসে মনির হোসেনের ব্যাট থেকে।
মধ্যাহ্ন বিরতির পর রাঙামাটি জেলা দল ১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৩.৩ ওভারে মাত্র ৪৮ রানে অলআউট হয়ে ১৫০ রানের পরাজয় বরন করে। নোয়াখালীর মেহেরাব ৩টি ও মামুন ২টি উইকেট নেন।
রাঙামাটির প্রথম ম্যাচে ৫৭ রান করে ফেনী জেলার কাছে ১০ উইকেটে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে ব্রাহ্মণবাড়িয়াকে ২৭ রানে হারায়। দলের সাথে ম্যানেজার হিসেবে বেনু দত্ত ও কোচ হিসেবে শ্যামল ত্রিপুরা রয়েছেন।