রাঙামাটি জেলার ৩০ নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রাঙামাটি জেলার আয়োজনে এবং এসএমই ফাউন্ডেশনের অর্থায়নে প্রশিক্ষণ সমাপনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রাঙামাটি জেলার সভাপতি মনোয়ারা বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাশন ডিজাইনার বিষয়ক প্রশিক্ষক সাবা নওরিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা এখন আর ঘরে বসে নেই। সারা বিশে^ দেখা যায় নারী নিজেদের দক্ষতা প্রমাণ করে নিজেকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। নারীরা পুরুষের প্রতিদ্বন্দ্বী নয় বরং পুরুষের সহায়ক।
বক্তারা আরো বলেন, নারীরা যদি পুরুষের পাশাপাশি নিজের মেধাকে কাজে লাগিয়ে কিছু করতে পারে তবে পরিবার ও সমাজের জন্য ভালো। পুরুষের জন্য সহায়ক বলেও বক্তারা মন্তব্য করেন।
ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ গত ১৬ এপ্রিল শুরু হয়। এই প্রশিক্ষণে ৩০ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।