মো: ইসমাইল, পানছড়ি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে শোক র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিনটি শুরু হয় কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের এই দিনে বাংলাদেশ ও স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
দিবসকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, স্কুল-কলেজ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যথাযথ শ্রদ্ধা নিবেদন করে র্যালি, আলোচনা সভা, দোয়া মোনাজাত ও প্রতিযোগিতার আয়োজন করে।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পানছড়ির আয়োজনে হাসপাতাল এবং উপজেলা এলাকায় কোভিড-১৯ টিকা ও ফ্রি মেডিক্যাল চিকিৎসার আয়োজন করা হয়।