নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় শিক্ষা সপ্তাহে রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে রাঙামাটি সরকারি কলেজ শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া বিভিন্ন কলেজ থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ ও রাঙামাটি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক অনির্বাণ বড়ুয়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব অলি আহাদের নেতৃত্বে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ হোসেন জনি, সুমন হোসেন, মাহমুদ হোসেন বাপ্পু, শফিকুল ইসলাম, মঈন উদ্দিন খোকন, আমির সোহেল সাজ্জাদ, মোখতার হোসেন, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হুমায়ুন কবির সজীব, আকবর হোসেন, শরিফুল ইসলাম শাকিল, ইরফান ইবনে রহমান, অর্থনীতি বিভাগের সাধারণ সম্পাদক রবিউল করিম রাব্বী, ব্যবস্থপনা বিভাগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,বিবিএস পাস কমিটির সাধারণ সম্পাদক শামীম ফরহাদ ও উচ্চ মাধ্যমিক কমিটির সিঃসহ-সভাপতি মো. ইয়াছিন আরাফাত সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।