বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে গণমাধ্যমকর্মীদের সাথে সেনা রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের অফিসার্স কোয়াটার মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এনডিসি,পিএসসি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এমন কোনো কর্মকান্ডকে প্রশ্রয় দেওয়া হবেনা। সাম্প্রতিক সময়ে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ)
নামধারী কিছু সন্ত্রাসী বাহিনী সেনা সদস্যদের উপর হামলা চালিয়ে হত্যা ও আহত করেছে। সুতরাং অস্ত্রধারীদের কোনো ছাড় দেয়া হবেনা। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জন্য কাজ করে যাচ্ছে। তাই দেশের উন্নয়নে শান্তি শৃঙ্খলা রক্ষায় মাটি ও মানুষের জন্য পার্বত্য বান্দরবানে সেনাবাহিনী কাজ করে যাবে ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যে কোনো সংঘাত বা যুদ্ধে সংলাপই শান্তি ফিরিয়ে আনতে পারে। তৃতীয় কোনো পক্ষ বা স্থানীয় জনপ্রতিনিধিরা যদি আলোচনা সাপেক্ষে বর্তমানে বিরাজমান সমস্যা সমাধানের উদ্যোগ নেয়, তাহলে সেনাবাহিনী বিবেচনা করতে পারে। কেএনএফ সংঘাত ছাড়তে চাইলে সরকার সহযোগিতা করবে। সেক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে সশস্ত্র সংগঠনগুলো স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ রয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মো. শায়েক উজ জামান, সদর জোনের উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।