নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ বেতারের সক্ষমতা বাড়াতে হলে আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেতারের মহা পরিচালক মো. সালাহ উদ্দিন। তিনি সংবাদে সব জাতিসত্তার জীবনমান তুলে ধরার আহবান জানান। বৃহস্পতিবার বাংলাদেশ বেতার রাঙামাটির কর্মকর্তা/কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন শীর্ষক কর্মশালায় বাংলাদেশ বেতার মহা পরিচালক মো. সালাহ উদ্দিন এ কথা বলেন।
বাংলাদেশ বেতার রাঙামাটি আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ কেন্দ্রীয় বেতারের পরিচালক সঙ্গীত মো. ফখরুল আলম, বাংলাদেশ সদর দপ্তরের বেতারের উপ-পরিচালক মাহফুজুল হক, বাংলাদেশ বেতার রাঙামাটির আঞ্চলিক প্রকৌশলী মো. আবু সালেহ। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি বেতারের সহকারী বার্তা নিয়ন্ত্রক মাহবুব উদ্দিন।
কর্মশালায় বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী ও কলা কৌশুলীরা অংশগ্রহণ করেন।