মেহেরাজ সুজন,নানিয়ারচর
রাঙামাটির নানিয়ারচর উপজেলাতে বিদ্যুতের হাজার ভোল্টের তার প্রধান সড়কের উপর দিয়েই আড়াআড়িভাবে এপাশ ওপাশ করা হয়েছিলো, যার ফলে আতঙ্ক শুরু হয়েছিলো স্থানীয়দের মাঝে।
জনসাধারণের অভিযোগের ভিত্তিতে পাহাড়টোয়েন্টিফোর ডট কমে ‘নানিয়ারচরে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের পর নড়চড়ে বসে বিদ্যুৎ বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে সেই তার গুলো পূনরায় আগের জায়গায় স্থাপন করে দেয় বিদ্যুৎ অফিসের দায়িত্বরতরা।
এর আগে উত্তর পাশের দুটি খুঁটির তার খুলে দক্ষিণ পাশের একটি খুঁটির ওপর সড়কের আড়াআড়িভাবে লাগানো হয়েছিলো। দুই খুঁটি থেকে তার সরানোর পর মোট ১২ টি জোড়া লাগিয়ে দেয়া হয়েছে সংযোগে।
নানিয়ারচরের সদর বাজার সিএনজি স্টেশন যেখানে গেলো মঙ্গলবার দুপুর ১২টা হতে সন্ধ্যা ৬টা অব্দি টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে সড়কের উত্তর প্রান্তের দুটি বিদ্যুতের খুঁটির তার খুলে সিএনজি ও মোটরসাইকেল স্টেশনের উপর মূল সড়কে আড়াআড়িভাবে অপর পাশে দক্ষিণ প্রান্তের একটি খুঁটিতে সংযোগ দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের উপর আড়াআড়িভাবে ৩৩ হাজার ভোল্টের তার ১২ টি জয়েন্ট দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, স্থানীয়রা বলছেন যে কোন মুহূর্তে বড় ধরনের ঝড় কিংবা বাতাস পেলে জয়েন্ট ছিঁড়ে বিপদজনক ঘটনা ঘটতে পারে। তবে পূনরায় আগের যায়গায় তারগুলো স্থাপন করে দেয়ায় বিদ্যুৎ অফিস ও প্রশাসনের তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শাহরিয়ার মুক্তার জানায়,বিদ্যুৎ বিভাগের দায়িত্বরতদের সাথে আমার কথা হয়েছে এবং ক্ষুদ্র স্বার্থে যাতে বড় ধরনের ক্ষতি না হয় এ ব্যাপারে আমি তাদের সরাসরি বলেছি ।