এম সুজন, নানিয়ারচর ॥
ছয় মাসের জন্য বরাদ্দকৃত ভিজিডি চাল পাঁচ মাস বিতরণ করলেও এক মাসের চাল না পাওয়ায় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টি ফোর ডট কমে সংবাদ প্রকাশের পর নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে বাকি এক মাসের চাল বিতরণ করেছে।
শুক্রবার নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুবিধাভোগীদের মধ্যে জুন মাসের বাকি ৩০ কেজি হারে ভিজিডি চাল বিতরণ করা হয়।
২০২৩-২৪ সাল পর্যন্ত দুই বছর মেয়াদি ভিজিডি প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের জন্য অতিরিক্ত আরও ছয় মাসের চাল বরাদ্দ হয়। তবে সংগত কারণে জুন মাসের মধ্যে ৬ মাসের চাউল বরাদ্দ হলেও সুবিধাভোগীরা তখন মাত্র পাঁচ মাসের চাল বিতরণ করা হয়।
এ ঘটনায় পাহাড় ২৪ ডটকম এবং দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে জুন মাসের বকেয়া চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ শুরু হয়।
এর আগে সংবাদ প্রকাশের পর জুনের ১ মাসের চালের পরিবর্তে ১০০০/- টাকা দেয়া হয়েছে এবং সেই টাকার না-নিয়ে ভিজিডি চাল বুঝিয়ে দেয়ার জন্য সদয় দৃষ্টি কামনায় এ প্রেক্ষিতে কিছু সুবিধাভোগী ২৬ আগস্ট (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেন।
সংবাদ প্রকাশ ও সুবিধাভোগীদের আবেদনের পর শুক্রবার থেকে বকেয়া চাল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকতে দেখা যায়।

