বিলাইছড়ি উপজেলার সদর ইউনিয়নের হাজাছড়া ও বিলাইছড়ি মোন গ্রামের জনসাধারণের সংরক্ষিত বন “ভিলেজ কমন ফরেস্ট- (ভিসিএফ)” পরিদর্শন করেছে বিলাইছড়ি উপজেলা এডভাইসরি কমিটি (ইউজেডএসি)। গত বৃহস্পতিবার স্থানীয় সহযোগী সংস্থা ‘হিলফ্লাওয়ার” এর সংশ্লিষ্ট প্রকল্প ম্যানেজার জ্যোতি বিকাশ চাকমা’র সহযোগে এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনে ছিলেন, উপজেলা এডভাইসরি কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, উপজেলা এডভাইসরি কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা ও শ্যামা চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক ও উপজেলা হেডম্যান এসোশিয়েশন এর সভাপতি শান্তি বিজয় চাকমা এবং ১২৬নং বিলাইছড়ি মৌজার হেডম্যান বিমলী চাকমা।
এছাড়া ‘হিলফ্লাওয়ার” এর সংশ্লিষ্ট প্রকল্পের লাইভলীহুড এন্ড মার্কেটিং অফিসার রুপাশ চাকমা ও লাইভলীহুড এন্ড মার্কেটিং ফ্যাসিলিটেটর নীল শংকর তালুকদার উপস্থিত ছিলেন।
পাড়াবাসীর তথ্যসূত্রে জানা যায়, প্রাকৃতিক পরিবেশ তথা পানি ও জীব বৈচিত্র্য রক্ষার্থে ১৯৮১ সাল হতে হাজাছড়া ও বিলাইছড়ি মোন এর দুই গ্রামের জনসাধারণ মিলে প্রায় ২শ’ ৫০ একর পাহাড় ভূমি সংরক্ষণ করেন। যা তাদের সামাজিক আইন অনুযায়ী ওই বন হতে তাদের ঘর-বাড়ির নির্মাণ ও মেরামত কাজে সামাজিক সভা ও সিদ্ধান্তের মাধ্যমে তারা বাঁশ গাছ পরিমাণ মত ব্যবহার করে আসছেন। ২০১৫ সালের জানুয়ারি হতে ইউএনডিপি-সিএইচটিডিএফ এর সহায়তায় “সিএইচটি ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এ্যাক্টিভিটি (সিএইচটিডব্লিউসিএ)” নামক প্রকল্পের অধীনে স্থানীয় এনজিও হিলফ্লাওয়ার এবং চাকমা সার্কেল তাদের এ বন সংরক্ষণ কার্যক্রমে কারিগরি এবং তাত্ত্বিক জ্ঞানসহ সার্বিক সহায়তা তারা পেতে চলছেন।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবন যাত্রার উন্নয়নস্বার্থে তারা স্যানিটারি সুবিধা, নিরাপদ পানি নারীদের কর্মসংস্থানের জন্য কারিগরী প্রশিক্ষণ ব্যবস্থা, স্বাস্থ্য রক্ষায় ক্লিনিক্যাল সুবিধা এবং সর্বোপরি সামাজিক বন্ধন সুদৃঢ় ও মজবুত করতে তাদের সমন্বয় সাধনের উপায় ও সুযোগ হিসেবে একটি কমিউনিটি সেন্টার ‘ইউজেডএসি ও সহযোগী সংস্থা হিলফ্লাওয়ার এর সংশ্লিষ্ট প্রকল্প ম্যানেজারের কাছে দাবি রাখেন।