নিজস্ব প্রতিবেদক
‘দেশে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
সংগঠনটির রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি এই কর্মসূচীতে নেতৃত্ব দেন সাধারন সম্পাদক জিসান বখতেয়ার।
‘সচেতন,সংগঠিতও সোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষাকবচ’ শ্লোগানে সুজন,দেশজুড়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করছে বলে জানিয়েছেন আয়োজকরা।
মানববন্ধনে বিভিন্ন পেশাজীবি,শিল্পী সাহিত্যিক,তরুন এক্টিভিস্ট,সাংবাদিকরা অংশ নেন। যাদের মধ্যে ছিলেন সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, সাবেক পৌর কাউন্সিলর পলাশ কুসুম চাকমা, সংস্কৃতিকর্মী ইন্টুমনি চাকমা, সংগঠক ইন্দ্রদত্ত তালুকদার,বিজয়গিরি চাকমা,শংকর কুমার দে,সোহেল সাহা প্রমুখ।
সুশাসনের জন্য নাগরিক-সুজন এর জেলা সম্পাদক জিসান বখতেয়ার বলেন, দেশজুড়ে আমাদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবেই এই মানববন্ধন পালিত হয়েছে। মূলত দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট ও সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে,তার নিরসনে রাজনৈতিক দলগুলো বিদ্যমান সংকট যেনো আলোচনায় বসে নিষ্পত্তি করে সেই আকাঙ্খায় আমরা এই কর্মসূচী পালন করেছি।’