জিয়াউল জিয়া
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে ডাকা অবরোধের ফলে সাজেকে সাত ঘন্টা ধরে তিন শতাধিক পর্যটক আটকা ছিলো। তবে নির্বাচন স্থগিত হওয়ায় দুপুর বারোটায় অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠনটি। এরপর পর্যটকরা নিজেদের গন্তব্যে ফিরে।
শনিবার সকালে অবরোধের সমর্থনে সকাল থেকে খাগড়াছড়ি-সাজেক, বাঘাইহাট-সাজেক সড়কের বিভিন্ন অংশে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ পালন করে ইউপিডিএফ। অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ ছিলো।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, অবরোধরে ফলে জীপ, মাহেন্দ্র সহ মোট ২৫টি গাড়ি সাজেকে অবস্থান করছে। যাতে প্রায় তিন শাতাধিক পর্যটক এসেছিলো। সকাল থেকে সাজেকে অবস্থানরত পর্যটকরা সাজেক ত্যাগ করতে না পারলেও দুপুরে সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা সাজেক ত্যাগ করেছেন।