নিজস্ব প্রতিবেদক
গত কয়েকদিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের কুকিমারা এলাকায় সড়কের মাটি ধসে গিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে শনিবার বিকাল থেকে রাঙামাটি জেলার সাথে বান্দরবান জেলার যাতায়াত বন্ধ হয়ে গেছে। সড়ক ধসের খবর পাওয়ার পর রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ রবিবার সকাল থেকেই সড়ক সংস্কারের কাজে নামে। দিনব্যাপী কাজ শেষে সন্ধ্যার পর সিএনজি অটোরিক্সা চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দিলেও বাস চলাচলের জন্য কাজ চলমান ছিল।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থল থেকে জানান, রোববার সকাল থেকে মাটি ভরাট করে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। দিনব্যাপী কাজ চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে অটোরিক্সা চালু হবে। তবে পুরো কাজ শেষ হতে রাত হবে। আশা করছি সোমবার সকাল থেকে বাস চলাচল করতে পারবে।
বড়ইছড়ি-রাঙামাটি বাস মালিক সমিতির লাইন ম্যান মোজ্জামেল হক বাহাদুর বলেন, এতদিন ঝুঁকিপূর্ণভাবে এই জায়গায় আমরা যান চলাচল করলেও গত কয়েকদিনের অতি বৃষ্টিতে সড়কের কুকিমারা এলাকায় সড়কটি ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া প্রায় ২০ কিলোমিটারের সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন রাঙামাটি জেলায় যাতায়াত করে। এছাড়া রাঙামাটি জেলার সাথে বান্দরবান এর যাতায়াত করা অন্যতম প্রধান সড়ক এটি। যার ফলে সড়কটি এই ভাঙা অংশ মেরামত না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।