কাপ্তাই প্রতিনিধি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি পার্বত্য জেলা কর্তৃক কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুল হতে ছোট পাগলী পাড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। গত সোমবার বিকালে সাক্রাছড়িতে এসে তিনি সড়কটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাষ্টার প্লান প্রনয়ন ও মৌলিক অবকাটামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি জেলা কতৃক ১ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ২শত ২০ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ গত ৩১ জুলাই থেকে শুরু হয়েছে। যা ২০২৪ সালের ৩০ মে এর মধ্যে সমাপ্ত হবে বলে জানানো হয়।