বুধবার রাঙামাটি সদর উপজেলার ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সনাক – টিআইবি কর্তৃক অভিভাবক সমাবেশের অয়োজন করা হয়। সনাক সহ-সভাপতি জনাব অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক এর শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব কনিকা বড়ুয়া।
তিনি মেয়েদের শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেন মেয়েদের বাল্য বিবাহের ফলে প্রাথমিক শিক্ষা সমাপনীর পূর্বে শিক্ষার্থী ঝরে পড়ে। সমাবেশে উন্মুক্ত আলোচনায় অভিভাবক ও এসএমসি সদস্যবৃন্দ বলেন শ্রেনী কক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষভাবে নজর দেয়া, শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান নিশ্চিত করে।
আলোচনায় বিদ্যালয়ে খেলাধুলার সরঞ্জাম অপ্রতুলতা এবং বর্তমানে দপ্তরী না থাকায় ছাত্র ছাত্রীদের বিদ্যালয় পরিস্কার রাখতে হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীরা সনাক- টিআইবি’র এর মাধ্যমে উল্লিখিত বিষয়ে উর্ধতন শিক্ষা কর্তৃপক্ষের সাথে আলোচনার মতামত ব্যক্ত করেন।
এসএমসি সভাপতি রতন তঞ্চঙ্গা বলেন সনাক কাজ শুরুর পূর্বে বিদ্যালয়টি সি গ্রেডে ছিল বর্তমানে সনাক এর সহযোগীতায় বি গ্রেডে উন্নীত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা মারমা বলেন অভিভাবকদের সচেতনতা এবং বাড়িতে অভিভাবক কর্তৃক শিক্ষার্থীদের পড়ালেখায় যত্নবান হলে ঝরে পড়া রোধ ও ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম মনিরুদ্দিন বলেন শ্রেনী কক্ষে শিক্ষকবৃন্দ আগ্রহ ও দায়িত্ববান হলে শিক্ষার্থীদের উন্নতমানের পাঠদান সম্ভব এবং উক্ত বিষয়টি নিশ্চিত করার জন্য এসএমসি কে সক্রিয় ভূমিকা পালনের জন্য আহবান জানান।
টিআইবি এরিয়া ম্যানেজার মাসুদুল আলম এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা ও বাবা, এসএমসি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সনাক ও স্বজন সদস্য, ইয়েস ও ইয়েস ফ্রেন্ড এবং টিআইবির কর্মকর্তা ও কর্মচারী।
সনাকের অভিভাবক সমাবেশ
পার্বত্য উন্নয়ন
2 Mins Read
Previous Articleশিশু পরিবারের শিক্ষার্থীদের পাশে জেলা পরিষদ
Next Article খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের মহতি উদ্যোগ
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.