শ্যামল রুদ্র, রামগড়
বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) বিকালে রামগড় বাজার এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে শ্লোগানে শ্লোগানে মুখর করে পুরো এলাকা। পরে মিছিলটি রামগড় বাজারের প্রাণকেন্দ্রে পুলিশ বক্সের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় ইউপির চেয়ারম্যান শাহ আলম মজুমদারসহ প্রমুখ।
এ সময় বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন, এদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিকারী ও বাসে অগ্নিসংযোগ কারীদের কোন ছাড় নয়। যেখানেই সন্ত্রাসী কার্যকলাপ হবে সেখানে রামগড় উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।