কাপ্তাই প্রতিনিধি
সারাদেশে বিএনপি, জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মসূচীর অংশ হিসাবে কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় কাপ্তাই নতুন বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় সংগঠনের কাপ্তাই উপজেলা সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ সিদ্দিকী জেলা যুবলীগ সদস্য ফারুক হোসেন, কাপ্তাই উপজেলার সাংগঠনিক সম্পাদক মো নাসের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাদুল, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ওয়াগ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এ আর রনি, চিৎমরম ইউনিয়ন যুবলীগের সভাপতি নিং চাই মং, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আজিজুল হক মন্ত্রী সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।