বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাড়ে দশটায় বান্দরবান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় নবাগত জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বৈচিত্রময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বান্দরবান জেলা। এখানে জেলা প্রশাসকের দায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় সবটুকু চেষ্টায় করবো। ইতিমধ্যে পর্যটন অনেকাংশে উন্মুক্ত হয়েছে। খুব শীগ্রই চলমান সংঘাত নিরসন হবে, কুকি-চিনের সাথে আলোচনা ফলপ্রসু হবে আমার বিশ^াস। তিনি বলেন, ইতিপূর্বে দায়িত্বরত জেলা প্রশাসকগণের ধারাবাহিকতায় আমিও এই অঞ্চলের উন্নয়নে কাজ করবো। এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজই আমি করবো না। সরকারের সবগুলো সংস্থার সাথে সমন্বয় করে সরকারের জন্য কাজ করবো। সবাই এক সাথে মিলে এই বান্দরবানকে আরও কিভাবে গতিশীল করা যায়, আরও কিভাবে উন্নয়ন কার্যক্রমগুলো ত্বরান্বিত করা যায়। আশা করবো আপনারা নিরপেক্ষ এবং তথ্য যাচাই বাছাই করে সংবাদ পরিবেশন করবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে, যেকোন সময় যেকোন বিষয়ে যোগাযোগ করতে পারবেন। সকলের আন্তরিক সহযোগিতায় বান্দরবান জেলাকে এগিয়ে নিয়ে চাই।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সুরাইয়া আক্তার সুইটি, ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলছুম, সিনিয়র সাংবাদিক এমএ হাকিম চৌধুরী, বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।