নানিয়ারচর প্রতিনিধি ॥
সম্প্রতি নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদারকে নিজ দলীয় লোকজন দ্বারা মারধরের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। নানিয়ারচরের উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে এই তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন দীপংকর তালুকদার এমপি।
এসময় জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ত্রিদীব কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দোহা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।