নিজস্ব প্রতিবেদক, মহালছড়ি ॥
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এ কথা বলেন।
শনিবার মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় জনসমাবেশে এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ও জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের সদস্য সতীশ চন্দ্র চাকমা, বকুল চন্দ্র চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাইনউদ্দিন, জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, শতরুপা চাকমা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাসেম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইস উদ্দিন, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চিন্তাহরণ শর্মা, মহালছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি রনজিত কুমার দাশ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজীব, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একেএম মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামিলীগ এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন এর সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলার সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়ন হতে আসা আওয়ামীলীগ ও সহযোগী নেতৃবৃন্দ।
সমাবেশ শুরুর আগে মহালছড়িতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)। এই সময় তিনি প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে মহালছড়ির চেঙ্গী নদীতে প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৯৬ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ। মহালছড়ি সরকারি কলেজে আইসিটি ভবন, চৌংড়াছড়ি মগপাড়া সড়ক উন্নয়ন প্রকল্প সহ একাধিক উন্নয়ন প্রকল্প।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নৌকার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, সামনের নির্বাচনকে ঘিরে অনেকেই নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে, ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। জাতীয় স্বার্থে সবাইকে একতাবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে এসে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে পুনরায় নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।