নিজস্ব প্রতিবেদক
রাঙামাটিতে সরকারি বেঁধে দেওয়া দামে গরুর মাংস বিক্রি শুরু করেছে মাংস বিক্রেতারা। গত বুধবার থেকে শহরের সবগুলো বাজারেই সরকার নির্ধারিত সাতশ টাকা দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এরআগে প্রায় আটদিন গরুর মাংস বিক্রি বন্ধ রাখে মাংস বিক্রেতারা।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় রাখতে গত ১১ মার্চ জেলা টাস্কফোর্স কমিটির বৈঠক করে জেলা প্রশাসন। ওই বৈঠকের সিদ্ধান্তে জেলায় গরুর মাংস খুচরা পর্যায়ে ৭০০ টাকা বিক্রির নির্দেশনা দেয়া হয়েছিল। দামের বিষয়ে একমত না হওয়ায় বৈঠকের পরদিন থেকে গরুর মাংস বিক্রি বন্ধ রাখে বিক্রেতারা। এতে ক্রেতারা বিপাকে পড়ে যায়। তবে আটদিন বন্ধ থাকার পর মাংস ব্যবসায়ীদের সাথে টাস্কফোর্স কমিটির আবারো আলোচনা শেষে টাস্কফোর্স নির্ধারিত সাতশ টাকা দামে মাংস বিক্রি শুরু করে ব্যবসায়ীরা।
মাংস বিক্রেতা মো. জাফর আলী বলেন, সরকার নির্ধারিত দামে প্রথমে আমরা মাংস বিক্রি করিনি, কারণ গরু কিনে এনে বিভিন্ন জায়গায় হাসিল, চাঁদা দিয়ে সাতশত টাকা দরে মাংস বিক্রি করলে উল্টো লোকসানে পড়তে হতো। এরপর স্যারেরা(টাস্কফোর্স কমিটির সদস্য) আমাদের আশ্বস্ত করেছে পরবর্তীতে বিষয়টি বিবেচনা করবে, এমন শর্তে আমরা সাতশত টাকা দিয়ে মাংস বিক্রি শুরু করেছি। রাঙামাটিতে এখন সবখানে এই দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে।